নেত্রকোনা জেলার সর্ববৃহৎ অনলাইন স্কুলে আপনাকে স্বাগতম!

নেত্রকোনা জেলার সর্ববৃহৎ অনলাইন স্কুলে আপনাকে স্বাগতম!
নিজের ইচ্ছা মতো ক্লাশ করুন , যে কোনো সময়, যে কোনো জায়গয়।

Latest Posts

ই-নলেজ টিম এ আপনাকে স্বাগতম!

Md.Ashraf Uddin Khan
ই-নলেজ টিম কি?
ই-নলেজ টিম একটি সেবা মূলক সংঘটন।ই-নলেজ টিমে কিছু শাখা রয়েছে যে শাখাগুলোর মূল উদ্দেশ্য মানুষকে কিছু শিখানো , জানানো এবং সহায্য সহায়তা করা।

ই-নলেজ টিমের বর্তমানে কয়টি ও কি কি শাখা রয়েছে?
বর্তমানে ই-নলেজ টিমের ২টি শাখা রয়েছে।
  1. ই-নলেজ।
  2. ই-নলেজ পিডিয়া।

ই-নলেজ


ই-নলেজ বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য মাধ্যম।কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পেতে পারেন পাশাপাশি অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করে অবদান রাখতে পারেন। মূলত এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি।বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য।

পাওয়ার পয়েন্ট ফাইল সাইজ কমানোর নিয়ম-

Md.Ashraf Uddin Khan
একটি কন্টেন্ট এর সাইজ কমানোর একাধিক উপায় আছে। নিম্নে সেগুলো একে একে উল্লেখ করা হলো।

যে ক্ষেত্রে Shape ব্যবহার করা যায়, সে ক্ষেত্রে ছবি ব্যবহার না করা:

অনেক সময় Shape দ্বারা যে কাজ করা যায় আমরা সে ক্ষেত্রেও ছবি ব্যবহার করি। যেমন, জ্যামিতিক আকৃতি শেখানোর ক্ষেত্রে। আবার স্লাইডের সৌন্দর্য বৃদ্ধির জন্যেও ছবি ব্যবহার করা হয়। স্লাইড সাজাতে সম্ভব হলে ছবির পরিবর্তে Shape ব্যবহার করুন।

ব্যবহৃত ছবির সাইজ কমানো:

স্লাইডে ব্যবহৃত কোন ছবির সাইজ যদি বেশী বলে মনে হয়, তাহলে ছবিটিকে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে Save as Picture... এ ক্লিক করে একটি নাম দিয়ে সেভ করুন। এবং সিলেক্টকৃত ছবিতে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে Change Picture থেকে সেভকৃত ছবিটি নির্বাচন করে দিন। 

সবগুলো ছবির সাইজ একসাথে কমপ্রেস করা:

এর ২টি পদ্ধতি আছে:
পদ্ধতি-১:
  • যে কোন একটি ছবি নির্বাচন করুন।
  • Format ট্যাব-এ ক্লিক করে Compress Picture আইকনে ক্লিক করুন।
  • Apply only to this picture চেক বক্সটি আনচেক করুন (টিক মার্ক তুলে দিন)।
  • Delete cropped... চেক বক্সটির টিক মার্ক ওঠাবেন না।
  • Resulation থেকে E-mail (96 ppi)... অপশন নির্বাচন করুন।
  • OK করুন।
  • ফাইলটি Save করুন।
Image1
পদ্ধতি-২:
  • File মেনু থেকে Save as... নির্বাচন করুন।
  • Browse এ ক্লিক করে Tools থেকে Compress Pictures... নির্বাচন করুন।
  • Resulation থেকে E-mail (96 ppi)... অপশন নির্বাচন করুন।
  • OK করুন।
  • ফাইলটির নাম পরিবর্তণ করতে চাইলে করুন।
  • Save বাটনে ক্লিক করুন। 
  • যদি নাম পরিবর্তণ না করেন তাহলে বর্তমান ফাইল রিপ্লেস হবে কিনা জানতে চাইলে Yes নির্বাচন করুন।
সরাসরি ভিডিও ইনসার্ট না করে ভিডিও'র লিংক ইনসার্ট করা:
  • আপনি ইউটিউব ভিডিও দিতে চাইলে ভিডিও'র উপর মাউস রেখে রাইট বাটন চেপে Copy Embed Code নির্বাচন করুন।
  • পাওয়ারপয়েন্ট এর Insert ট্যাব এর Video থেকে Onlive Video... নির্বাচন করুন (নেট সংযোগ থাকতে হবে)।
  • From a Video... এ বক্সে কোডটি পেস্ট করুন।
  • ডান দিকের তীরে ক্লিক করে ভিডিওটি ইনসার্ট করুন।
Image2

image4

ওয়েব অ্যাপ এর মাধ্যমে ফাইলের সাইজ কমানো:

  • https://www.wecompress.com/en/ সাইটে প্রবেশ করুন।
  • + বাটনে ক্লিক করে আপনার ফাইল নির্বাচন করুন।
  • ফাইলটি আপলোড হতে থাকবে এবং আপলোডের পর কমপ্রেস হবে।
  • এরপর Download বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন।
ডাউনলোডকৃত ফাইলটির সাইজ মূল ফাইল থেকে অনেক কম হবে।
Image5
সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ।

যদি তার চেয়েও বেশী কমানোর প্রয়োজন হয় ১০/১২ এমবির ফাইল যদি ২/৩ এমবি করতে হয় তাইলে নীচের পদ্ধতি অবলম্বন করুন-

পদ্ধতি3

1) এই লিংকে ক্লিক করুন- https://www.zamzar.com/convert/pptx-to-pptx/

2) Add File ক্লিক করুন এবং আপনার ফাইলের আপনার ফাইল সিলেক্ট করে Open ক্লিক করুন।

৩) Choose Format এ ক্লিক করে PPT সিলেক্ট করুন।

৪) Convert Now এ ক্লিক করুন।

৫) এবার STATUS নীচে Download ক্লিক করে ডাউনলোড করে নিন।

দেখুন আপনার ১৫/২০ এমবির ফাইল ২/৩ এমবি হয়ে গেছে। [ বিঃদ্রঃ একদিনে ৫ টির বেশী ফাইল এই লিংক থেকে কনভার্ট করা যায় না]

কম্পিউটার শব্দকোষ(GLOSARY)

Md.Ashraf Uddin Khan
ICT- ICT হচ্ছে INFORMATION AND COMUNITATION TECHNOLOGY এর সংক্ষিপ্ত রূপ (ACROYM)যা বাংলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে পরিচিত।
ICT মাধ্যম- ICT'র সুফল পৌঁছে দেবার জন্য যে বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে।যেমনঃRADIO,TELEVISION,CD ইত্যাদি।
ICT শিক্ষা উপকরণ-কম্পিউটার এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মাল্টিমিডিয়া বা ডিজিটাল শিক্ষা উপকরণ যেগুলো ব্যবহারের মাধ্যমে শিখন শেখানো কার্যক্রমকে সহজ করে তোলে।
ডিজিটাল শিক্ষা উপকরণ-অনেকক্ষেত্রে ICT শিক্ষা উপকরণের সমার্থ হিসেবে ব্যবহৃত হয়।
ইন্টারনেট-ইন্টারনেট হচ্ছে পরস্পরের সাথে সংযুক্ত থাকা অসংখ্য কম্পিউটারের গ্লোবাল নেটওয়ার্ক।
ওয়েবপেজ-ওয়েবপেজ বিভিন্ন তথ্যাবলির সমন্বয়ে গঠিত একটি পেজ বা ফাইল যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন ধরণের তথ্য আদান-প্রদান করতে পারে।
ওয়েবসাইট-সাধারণতঃএকাধিক এয়েবপেজের সমন্বয়ে গঠিত হয় একটি ওয়েবসাইট।ওয়েবসাইট ওয়েবপেজগুলো আলাদা ফাইলে সংরক্ষণ থাকে এবং এই ফাইলগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত থাকে।
ওয়েব ব্রাউজার-ইন্টারনেটে প্রবেশের জন্য একটি প্রোগ্রাম ব্যবাহার করা হয় যেটি যেকোন কাঙ্কিত ওয়েবপেজ বা ওয়েবসাইট থেকে তথ্য আদান-প্রদান করতে সহায়তা করে।যেমনঃINTERNET EXPLOR,MOZILA,OPERAইত্যাদি।
ব্রাউজ বা ব্রাউজিং-তথ্য আদান-প্রদান বা তথ্য খোঁজার উদ্দেশ্যে ওয়েবপেজ বা ওয়েবপেজ ভ্রমণ করা।
সার্চ ইঞ্জিন-সাধারণতঃকোন ওয়েবপেজ বা ওতেবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় সেটিই সার্চ ইঞ্জিন।যেমন,GOOGLE, YAHOO , PIPILIKA , ALTAVISTA ইত্যাদি কয়েকটি সার্চ ইঞ্জিন।
অভ্র কী-বোর্ড-অভ্র কী-বোর্ড ব্যবহার করে খুব সহজেই বাংলা টাইপ করা যায়।এতে মোবইলে মেসেজ লেখার মত করে ইংলিশ লিখলেই তা বাংলায় রুপান্তরিত হয়ে যায়।যেমন-ইংলিশে `AMAR` লিখলে তা হয়ে যাবে আমার।
সফটওয়ার ডাউনলোড-ইন্টারনেট থেকে কোন সফটওয়ার কম্পিউটারে নামিয়ে সেভ করে রাখাকেই সফটওয়ার ডাউনলোড বলে।

Our Team

  • Syed Faizan AliMaster / Computers
  • Syed Faizan AliMaster / Computers
  • Syed Faizan AliMaster / Computers
  • Syed Faizan AliMaster / Computers
  • Syed Faizan AliMaster / Computers
  • Syed Faizan AliMaster / Computers